ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাসে পেছালো আন্তর্জাতিক সাইক্লিং

প্রকাশিত: ০৬:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২০

করোনা ভাইরাসে পেছালো আন্তর্জাতিক সাইক্লিং

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টান্ট সাইক্লিংয়ের লোগো উন্মোচন হয়েছে রবিবার। ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট। কিন্ত করোনা ভাইরাস আতংকে পিছিয়ে দেওয়া হলো ২৫ দেশের আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটি। বুধবার বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন জরুরী সভা করে এই টুর্নামেন্ট পিছিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনীর জানান, আমরা বিভিন্ন দেশ থেকে এই টুর্নামেন্টের জন্য প্রচুর সাড়া পেয়েছি। কিন্তু বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে অনেকে টুর্নামেন্ট পেছানোর অনুরোধ করেছে। তাছাড়া ২৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আসবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।এপ্রিলে এই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
×