ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে রকেট হামলা

প্রকাশিত: ০০:৪৯, ২৭ জানুয়ারি ২০২০

ফের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে রকেট হামলা

অনলাইন ডেস্ক ॥ ফের ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে রকেট হামলা চালানো হয়েছে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় পাঁচটি রকেট হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে। এএফপি সাংবাদিকরা টাইগ্রিস নদীর পশ্চিম তীর থেকে উঁচু গলার আওয়াজ শুনতে পেয়েছেন, যেখানে মার্কিন দূতাবাস এবং বেশিরভাগ বিদেশি কূটনৈতিক মিশন অবস্থিত। চলতি মাসেই ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে একাধিক রকেট হামলা হয়েছিল এছাড়া গ্রিন জোনের কাছের জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন সৈন্যরা রয়েছেন, সেখানেও রকেট নিক্ষেপ করা হয়। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। সোলেমানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বারবার সংঘাতের খবর আসছে। কিভাবে ইরান এর প্রতিশোধ নেবে তা জানার জন্য আমেরিকা শুরু করেছে নানান পরিকল্পনা। এমন অবস্থায় রবিবার বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে ফের রকেট হামলা চালানো হয়েছে।
×