ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ০৫:২৪, ২৫ জানুয়ারি ২০২০

বরিশালে জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা ও মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দ্বি-বার্ষিক সম্মেলন নগরীর অশি^নী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধণ করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিরিন আখতার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির পর আমরা বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সাম্প্রদায়িক শক্তি জঙ্গীবাদ মোকাবেলা করার জন্য প্রত্যয় ঘোষণা করেন। এইসাথে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি আহবান করেন। জাসদ বরিশাল মহানগর কমিটির সভাপতি মোঃ মজিবুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাই খন্দকার, কেন্দ্রীয় নেতা মোঃ মোহসীন, এ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব প্রমুখ। সম্মেলনে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাসদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
×