ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমান থেকে মোবাইলে পদ্মাসেতুর ছবি তুললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:১৭, ২৫ জানুয়ারি ২০২০

বিমান থেকে মোবাইলে  পদ্মাসেতুর ছবি  তুললেন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ যার একান্ত প্রচেষ্টায় খরস্রোতা পদ্মার ওপর সেতু হচ্ছে, স্বপ্ন আজ বাস্তবের খুব কাছে; সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশ থেকে নিজ হাতেই মোবাইল ফোন দিয়ে ছবি তুললেন পদ্মা সেতুর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফেরার পথে পদ্মার ওপর হেলিকপ্টার থেকে ছবি তোলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাংলানিউজের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েপড়া একটি ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে ছবি ধারণ করছেন। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। প্রধানমন্ত্রীর এমন একটি ভিডিও শেয়ার করেছেন তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতি দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আকাশ পথে পদ্মা পাড়ির হেলিকপ্টারের কিছু ছবিও ফেসবুকে ভাসছে।
×