ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে গ্রামীন ব্যাংকের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: ০৩:৪৮, ২৪ জানুয়ারি ২০২০

গাজীপুরে গ্রামীন ব্যাংকের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গ্রামীণ ব্যাংকে সরকার ঘোষিত শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, পেনশন পুনঃস্থাপনের দাবিতে গাজীপুরে গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে গাজীপুর শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠণের প্রধান উপদেষ্টা মো. মাহবুবুল হক, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন আহমেদ, ইনডিপেনডেন্ট ২৪. টিভির চিফ নিউজ এডিটর আশিস সৈকত প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মো. মাহবুবুল হক বলেন, অন্যান্য ব্যাংকে সরকার ঘোষিত প্রজ্ঞাপনের উল্লেখিত দাবিগুলো মানা হলেও গ্রামীন ব্যংকে মানা হচ্ছে না। তাই তিনি গ্রামীন ব্যাংকে দ্রুত ওইসব দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রয়াত সভাপতি শামসুল আরেফিনের স্মৃতিচারণ করা হয় এবং শহরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×