ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে দুই স্বাস্থ্য সহকারীকে আটক

প্রকাশিত: ০৩:১৫, ২৪ জানুয়ারি ২০২০

লালমনিরহাটে দুই স্বাস্থ্য সহকারীকে আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শংকরটারি গ্রামে বৃহস্পতিবার রাতে দুই ইউনিয়ন স্বাস্থ্য সহকারীকে ফেন্সিডিল পান করার সময় আটক করেছে পুলিশ। আটক দু’জনকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সিভিলসার্জন ডাঃ কাশেম তাদের সাময়িক বরখাস্ত করেছে। রবিবার অফিস খুললে যথাযথ কতৃপক্ষের কাছে এই নির্দেশ পৌচ্ছে দেয়া হবে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সংকরটারি গ্রামে বৃহস্পতিবার রাতে পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ফেন্সিডিল পান করা অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলীর ছেলে কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডার নুরুজ্জামান স্বপন(২৯)। অপরজন হলেন, একই উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানী মিরু(২৬)। তারা দুজনই প্রতিবেশী । আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, আটক দু’জনের রাতে ডোপ টেষ্ট করা হয়েছে। ডোপ টেষ্ট রির্পোটে চিকিৎসক ফেন্সিডিল পান করার প্রমান পেয়েছে। তাদের ব্যাপারে মাদক আইনে নিয়মিত মামলা রাতেই দায়ের হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে লালমনিরহাটের সিভিল সার্জন জানান, পুলিশের হাতে আটক দুই স্বাস্থ্য কর্মীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। দোষী প্রমানিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
×