ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রণকৌশল নির্ধারণে আজ বৈঠকে তৃণমূল নেতৃত্ব

প্রকাশিত: ০১:৫০, ২৪ জানুয়ারি ২০২০

রণকৌশল নির্ধারণে আজ বৈঠকে তৃণমূল নেতৃত্ব

অনলাইন ডেস্ক ॥ পাখির চোখ পুরভোট। নির্বাচনের রণকৌশল নির্ধারণ করতে আজ তৃণমূল ভবনে বৈঠকে বসছে শাসকদল। সূত্রের খবর, দলের পার্ফর্মেন্স থেকে রাজনৈতিক কর্মসূচি পর্যালোচনা ও পরবর্তী কর্মসূচি সমস্তকিছু স্থির করতেই এই বৈঠক। আজ শুক্রবার বিকেলে দলের সমস্ত জেলা সভাপতিকে ডাকা হয়েছে তৃণমূল ভবনে। অন্যদিকে আজই উত্তরবঙ্গ থেকে ফিরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুর বেঁধে দিতে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তিনিও।নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় শুরু থেকেই লাগাতার আন্দোলনে নেমেছে তৃণমূল। মনে করা হচ্ছে এই নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। সেই সঙ্গে পুরভোটের সাংগঠনিক প্রস্তুতি নিয়েও কথা হতে পারে এই সেখানে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন জেলার ভারপ্রাপ্ত নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন।
×