ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শৈত্যপ্রবাহ আরও দুদিন থাকবে

প্রকাশিত: ১০:৪৫, ২৪ জানুয়ারি ২০২০

 শৈত্যপ্রবাহ আরও দুদিন থাকবে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও দুদিন থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ২৭ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহের কারণে শীতের অনুভূতি থাকবে। এরপর থেকে তাপমাত্রা আবারও বাড়বে। তবে এই মাসের শেষের দিকে পশ্চিমা লঘুচাপ সক্রিয় হতে পারে। এর প্রভাবে তাপমাত্রা বাড়তে পারে এবং মাসের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেও আবারও শীত শুরু হবে। তবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকলেও অনুভূতি থাকবে কম। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২১ জানুয়ারি থেকে মৌসুমের শেষ দফার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে আগের দিনের চেয়ে বৃহস্পতিবার সারাদেশে তাপমাত্রা আরও কমে গেছে। ফলে শীতের অনুভূতি বাড়ছে। এই অবস্থা আর দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন রাজধানী ঢাকায় ১৩.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পাওয়া গেছে।
×