ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগুনের ঝর্ণা

প্রকাশিত: ১০:১৫, ২৩ জানুয়ারি ২০২০

আগুনের ঝর্ণা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার যোসেমাইট ন্যাশনাল পার্কের মূল আকর্ষণই হলো ‘হর্স টেল’ বা ঘোড়ার লেজের মতো ঝর্ণা। পুরো পৃথিবীতে এমন ছোটখাটো কয়েক হাজার ঝর্ণা রয়েছে। এর বিশেষত্ব হলো দিনের এক বিশেষ সময় এর রূপ বদল হয়। দেখে মনে হয় যেন, ঝর্ণার মতো নেমে আসছে আগুন। তবে কোন রকম রং দিয়ে ও এডিট করে ভিডিওটি পোস্ট করা হয়নি বরং পুরোপুরি প্রাকৃতিক খেলা। প্রতি বছর মাত্র কয়েক দিনের জন্যই এই বিরল দৃশ্য দেখা যায়। আর নিজেদের চোখে এই অপূর্ব দৃশ্য দেখতে হাজার হাজার পর্যটক প্রতিবছর জড়ো হন যোসেমাইট ন্যাশনাল পার্কে। বছরের কয়েকটি নির্দিষ্ট সময়ে হর্স টেল ঝর্ণা হয়ে যায় লাভার স্রোত। দূর থেকে দেখলে মনে হবে কমলা রঙের আগুন নেমে আসছে পাহাড়ের ওপর থেকে। আলোর আভা ছড়িয়ে পড়ছে চারিদিকে। আসলে সূর্যাস্তের একটি নির্দিষ্ট কোণে আলো ঝর্ণার জলের ওপর পড়লে এর রং বদলে যায়। -ইন্ডিয়া টুডে
×