ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ নিয়ে গ্রন্থ ‘নভেরা বিভুঁইয়ে স্বভূমে’

প্রকাশিত: ১০:১৫, ২৩ জানুয়ারি ২০২০

  আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ নিয়ে গ্রন্থ ‘নভেরা  বিভুঁইয়ে স্বভূমে’

স্টাফ রিপোর্টার ॥ নভেরা আহমেদ একটি রহস্যময় নাম। আধুনিক সময়ের কিংবদন্তি। এর কিছুটা তার নিজের সৃষ্টি আর কিছু অংশের স্রষ্টা তার বিহ্বল বন্ধুরা। তিনি বাংলাদেশের প্রথম আধুনিক ভাস্কর ও শহীদ মিনারের একজন নক্সাকার, যার শেষ জীবন স্বেচ্ছা নির্বাসনে কেটেছে প্যারিসে। নভেরার কাজ, শিল্পচেতনার উৎস, তার প্রতিভার ব্যাপ্তি, তার জগত অনুধাবনে সচেষ্ট থেকেছেন কথাশিল্পী ও শিল্পসমালোচক আনা ইসলাম। প্রায় দুই দশকের এই অন্বেষণে তিনি রচনা করেছেন ‘নভেরা বিভুঁইয়ে স্বভূমে’ নামের একটি গ্রন্থ। গ্রন্থটির প্রকাশনা উৎসব হয় শাহাবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বুধবার বিকেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নভেরা আহমেদের স্বামী গ্রেগোয়ার দ্য ব্রুনস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পসমালোচক মঈনুদ্দীন খালেদ, গ্রন্থের লেখক আনা ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বাঙালী মনীষার আত্মসচেতন ও আত্মজাগৃতির সময় ছিল পঞ্চাশের দশক। বাঙালীর ছিল নিজস্ব কীর্তিময় ঐতিহ্য, ঐশ্বর্য। জয়নুলের রোপিত শিল্পতরু ছায়ায় ওই দশকের মাঝামাঝি পূর্ব ও পশ্চিমের যুগল ঐতিহ্যের সংশ্লেষে সাযুজ্যে উর্বর হয়েছিল শিল্পভুবন। সৃজন ও সংস্কৃতির এই চঞ্চল পরিবাহে ভাস্কর্যে নভেরা ছিলেন সম্ভ্রম জাগানিয়া পথিকৃৎ। প্রথম আবির্ভাবেই শিল্প নির্মাণের অনন্ত বিস্তারে নভেরা বাংলার জল-মাটি, লোকজীবনের মন্ত্রময়তাকে ছুঁয়ে দিলেন, বোধের উষ্ণতায়, ঐতিহ্যের অনুরণনময়তায়। তিনি একই নিঃশব্দে তৈরি করলেন এদেশের আধুনিক ভাস্কর্যের পান্ডুলিপি। তারই চিন্তাপুষ্ট স্থাপত্য প্রতীপ আমাদের জাতীয় শহীদ মিনার। অসাম্প্রদায়িক উদার চেতনার মিনারের স্থপতি তিনি। নিজেকে পদক, তকমা, উপাধির কাঙ্গাল ভাবতে পারেননি কোন দিন। কিন্তু তার কীর্তিকে ভুলে থাকতে চেয়েছেন, স্বীকার করতে কুণ্ঠাবোধ করেছেন তারই কালের এদেশের শিল্পীরা। ভুলে থাকতে চেয়েছে রাষ্ট্রও। এক ব্যাখ্যাতীত বোধে তরুণ বয়স থেকে প্রবীণ পর্ব অবধি জীবন কাটালেন বিভুঁইয়ে ফ্রান্সে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জার্নিম্যান বুকসের সিইও এ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর তারিক সুজাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
×