ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসযোগ্য ও শান্তিময় ঢাকা উপহার দেয়ার প্রতিশ্রুতি জাপা মেয়র প্রার্থী মিলনের

প্রকাশিত: ০৮:৩৬, ২১ জানুয়ারি ২০২০

বাসযোগ্য ও শান্তিময় ঢাকা উপহার দেয়ার প্রতিশ্রুতি জাপা মেয়র প্রার্থী মিলনের

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দিলে বাসযোগ্য ও শান্তিময় ঢাকা উপহার দিব। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। দিনব্যাপী কামরাঙ্গীরচরের বনগ্রাম, খোলা মোড়া, ঝাউলা হাটি চৌরাস্তা, মাতবর বাজার, মুন্সী হাটি, টেকের হাট, ঝাউচর, চান মসজিদ, আলী নগর, নবীনগর, হুজুর পাড়া এলাকায় লাঙ্গলে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। গণসংযোগকালে তিনি বেশকয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। জনসংযোগকালে মিলনের সঙ্গে দলের কোন কেন্দ্রীয় নেতাকে দেখা যায়নি। পথসভাগুলোতে ভোটারদের কাছে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে মিলন বলেন, লাঙ্গল মার্কায় ভোট দিলে নগরবাসী শান্তিতে থাকবে। মানুষ নিরাপত্তা চায়। বিএনপি-আওয়ামী লীগ সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নাগরিকদের নাগরিক সুবিধা দেয়া হচ্ছে না। অথচ প্রতিবছর করের বোঝা বাড়ছে। ঢাকাবাসী প্রতি হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিলেও দৃশ্যমান উন্নয়ন চোখে পড়েনা এমন মন্তব্য করে মিলন বলেন, আপনারা লাঙ্গল মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের বাসযোগ্য ও শান্তিময় ঢাকা উপহার দিবো। গণসংযোগকালে মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, শাকিব উদ্দিন শিফান, মহানগর জাপা তো আকতার হোসেন আউয়াল, কামাল হোসেন, মকবুল হোসেন, শারাফত হোসেন জুয়েল, রাহাদ ইসলাম, তানভীর কলিমুল্লাহ জিতুসহ স্থানীয় জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোহাম্মদপুরে সেন্টুর শোডাউন ॥ মোহাম্মদপুরে ৩১ নং নম্বও ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু মঙ্গলবার টাউনহল সংলগ্ন কাচাঁবাজারের সামনে এক বিশাল গণজমায়েত কওে ভোটারদের কাছে ঠেলাগাড়ি মার্কায় ভোট চেয়েছেন। সমাবেশে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এ সমাবেশে মোহাম্মদপুর কাচাবাজার বণিক সমিতির সভাপতি মো. বাবুলের সভাপতিত্বে সেন্টু ছাড়াও বক্তব্য রাখেন টাউনহল মার্কেটের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দলু, শেরশাহ্ রোড ব্যবসায়ীক সমিতির সভাপতি সিদ্দিক আবেদীন, জাপা মহানগর নেতা মাহবুবুর রহমান লিফটন, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মোতাহার উদ্দিন, জাসদ নেতা শফিকুল ইসলাম বাবুল স্থানীয় তেৃবৃন্দ। জাপার ৫১ সদস্যের বরিশাল জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি- গোলাম কিবরিয়া টিপু এমপি’কে আহ্বায়ক এবং মোঃ মজিবুর রহমান দুলাল’কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন। কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক- নাসরিন জাহান রতনা এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, নাসির উদ্দিন সাথী, এ্যাড. মাহবুবুল আলম দুলাল, আব্দুল মজিদ, অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, সদস্য- মোঃ মকিতুর রহমান কিসলু, মোঃ পারভেজ, ইকবাল হোসেন তাপস, হারুন অর রশীদ খান, এ্যাড. বখতিয়ার উদ্দিন ইকবাল, আব্দুর রাজ্জাক তালুকদার, অধ্যক্ষ নুরুল ইসলাম, মোঃ আরিফ হোসেন (কাউন্সিলর), সিরাজ উদ্দিন মিয়া, হারুন অর রশিদ সিকদার, ইউনুস আলী, আলাউদ্দিন হাওলাদার, মোঃ রনি, জাহাঙ্গীর হোসেন সিকদার, ফরহাদ হোসেন হাবিল, মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু, মোঃ হানিফ হাওলাদার, সৈয়দ জাহিদ আলম, মিজানুর রহমান চৌকিদার, মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, আবদুল কুদ্দুস লিটন, আবু মুছা, এমদাদ হোসেন হিরু, আলহাজ্ব মানিক সরদার, জাহাঙ্গীর হোসেন মানিক প্রমুখ।
×