ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাচার হওয়া তিন তরুণীকে ফেরত দিল ভারত

প্রকাশিত: ১৩:২৪, ২১ জানুয়ারি ২০২০

 পাচার হওয়া তিন  তরুণীকে ফেরত  দিল ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্ন সময় ভাল কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিন তরুণীকে দেড় বছর পর ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারত। সোমবার সন্ধ্যা ৬টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের সোপর্দ করে। জাস্টিস এ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাদের গ্রহণ করেছে। খবর বাংলানিউজের। জাস্টিস এ্যান্ড কেয়ারের সমন্বয়কারী কর্মকর্তা সাওমী সুলতানা জানান, ফেরত আসা তিন তরুণী ভাল কাজের প্রলোভনে দেড় বছর আগে দালালের খপ্পড়ে পড়ে ভারতে পাচার হয়। পরে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে একটি এনজিও সংস্থার হেফাজতে রাখে। সেখান থেকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনী প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
×