ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন দাবিতে টঙ্গীতে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

প্রকাশিত: ১০:৫৯, ২১ জানুয়ারি ২০২০

 বকেয়া বেতন দাবিতে  টঙ্গীতে শ্রমিকদের  অবস্থান ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২০ জানুয়ারি ॥ সোমবার টঙ্গীর হিমারদিঘী এলাকায় স্পেক্টার সোয়েটার কারখানায় ৩ মাসের বকেয়া বেতন দাবিতে শ্রমিক ও কর্মচারীরা কারখানার সামনে দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করে। প্রায় ৭শ’ শ্রমিক ধর্মঘট ও ঘেরাও এ অংশ নেয়। পরিস্থিতি সামাল দিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত হয়ে বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেনদরবারে বসে। সন্ধ্যা পর্যন্ত তাদের ধর্মঘট চলে। শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে কাজকর্ম ছেড়ে অবস্থান নেয়।
×