ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মতিউর রহমানের চার সপ্তাহের আগাম জামিন

প্রকাশিত: ১০:৩১, ২১ জানুয়ারি ২০২০

 মতিউর রহমানের  চার সপ্তাহের  আগাম জামিন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রেসিডেনসিয়াল স্কুলের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। চার সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে বলা হয়েছে। আর নিম্ন আদালতকেও তার জামিনের বিষয়ে বিবেচনা করতে বলেছে হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় পুলিশ প্রতিবেদন না হওয়া পযন্ত আনিসুল হক, শাহ পরাণ তুষার, মহিতুল আলম পাভেল, শুভাশিষ প্রামাণিক শুভ ও কবির বকুলকে কোনরকম গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সম্বন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ প্রদান করেছে। মতিউর রহমানসহ ছয় জনের পক্ষে জামিনের শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ সারওয়ার হোসেন। জামিন শুনানির সময় আদালতে হাজির ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ছয় জন।
×