ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্যাস সিলিন্ডারে খুচরা মূল্য লিখতে কী ব্যবস্থা- জানতে চায় হাইকোর্ট

প্রকাশিত: ১০:২৭, ২১ জানুয়ারি ২০২০

  গ্যাস সিলিন্ডারে  খুচরা মূল্য লিখতে কী ব্যবস্থা-  জানতে চায় হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ সিলিন্ডার গ্যাসের (এলপি গ্যাস) সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে তা গায়ে লিখতে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের সকল অনুমোদন ও মানহীন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ব্যর্থতা কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এদিকে কেন ময়নাতদন্তের নির্ভরযোগ্য রিপোর্ট নিশ্চিত করতে দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুবিধা সংবলিত আধুনিক মর্গ ও করোনারি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ট্রাফিক সিগন্যালের -লাইট- অব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অবৈধভাবে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ২৩১ শিল্পকারখানা অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাদারীপুরের কালকিনি উপজেলার রিয়াজ মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কাজল মুন্সীর মৃত্যুদ- বহাল রেখেছে আদালত। একই সঙ্গে নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় মহিলা কোটায় ভোলা জেলায় ২৯টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। সিলিন্ডার গ্যাসের (এলপি গ্যাস) সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে তা গায়ে লিখতে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১ মার্চ বিষয়টি আদালতকে অবহিত করতে জ্বালানি মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সিলিন্ডার গ্যাসের মূল্য নির্ধারণের জন্য কমিটি গঠনে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতেও রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
×