ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাজারো মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত এমপি মান্নান

প্রকাশিত: ১০:২৬, ২১ জানুয়ারি ২০২০

  হাজারো মানুষকে  কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত এমপি মান্নান

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার একটি সফল ও বর্ণাঢ্য জীবনের অধ্যায় শেষ হলো। বগুড়ার উন্নয়নের কারিগর বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের তিন বার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান সোমবার সন্ধ্যায় বগুড়ার হাজারো মানুষকে কাঁদিয়ে বিউগলের করুণ সুরে সমাহিত হলেন। চিরনিদ্রায় ঘুমিয়ে রইলেন সারিয়াকান্দি উপজেলা সদরের হিন্দুকান্দি গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদের পাশে গোরস্তানে। এর আগে সকালে ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা নামাজের পর আকাশপথে আব্দুল মান্নানের মরদেহ প্রথমে আসে সোনাতলা উপজেলা সদরে। একটি হেলিকপ্টারে তার মরদেহ, আরেকটি কপ্টারে তার পরিবারের সদস্যগণ ছিলেন। সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিন নামানোর সঙ্গে সঙ্গে সোনাতলার হাজারো মানুষের কান্নার রোল পড়ে যায়। তিনি এলাকার যত উন্নয়ন করেছেন তা ছবির মতো উঠে আসে সাধারণের কথায়। বগুড়ার সাংবাদিকরা সোনাতলা যাওয়ার পথে দেখল মসৃণ পাকা সড়ক কত দ্রুত পৌঁছে দিল। দ্বিতীয় জানাজাস্থল রেল স্টেশনের কাছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থান সঙ্কুলান না হওয়ায় স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের জমির মধ্যে প্রায় পনেরো হাজার মানুষ জানাজার সারিতে দাঁড়ায়। বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সংগঠন কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে। মঞ্চে বক্তাগণ শেষ শ্রদ্ধা জানাবার সময় ফুপিয়ে উঠছিলেন। কৃষিমন্ত্রী ড. রাজ্জাক, ডেপুটি স্পীকার ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, সাখাওয়াত হোসেন শফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন ও আসাদুর রহমান দুলু, সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাজুজ্জামান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। দলমত নির্বিশেষে সকল স্তরের নেতা কর্মীদের চোখে ছিল জল। সোনাতলা বিএনপির সাবেক সভাপতি আহসানুল তৈয়ব জাকির, জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেনসহ অন্যরা বললেন, আব্দুল মান্নানের মতো একজন দক্ষ নেতাকে হারিয়ে বগুড়ার ক্ষতি হলো। শোকসন্তপ্ত পরিবার প্রয়াত আব্দুল মান্নানের সহধর্মিণী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান শিল্পী, ছেলে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেন সজল, মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী মালিহা মান্নান মৌকে অপূরণীয় ক্ষতির শোক সামলে নেয়ার সান্ত¡না দেয় লোকজন।
×