ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ১৮ কর্মী নিয়োগে প্রতারণার অভিযোগে সমিতির নির্বাহী পরিচালক আটক

প্রকাশিত: ০৯:২৯, ২০ জানুয়ারি ২০২০

গোপালগঞ্জে ১৮ কর্মী নিয়োগে প্রতারণার অভিযোগে সমিতির নির্বাহী পরিচালক আটক

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে ১৮ কর্মী নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রামীণ মানবকল্যাণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এস এম মিলনকে (৫২) আটক করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে শহরের চাঁদমারী রোডের ওই সমিতির ভাড়া বাড়ির কার্যালয় থেকে ভ্রাম্যমান আদালত তাকে আটক করে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জোবায়ের রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তিন মাস আগে শহরের চাঁদমারী রোডের ভাড়া বাড়িতে গ্রামীণ মানবকল্যাণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অফিস খোলেন এস এম মিলন। এরপর তিনি তার অফিসে লোক নিয়োগের কথা বলে বিজ্ঞপ্তি দেন। পরে অবৈধভাবে কম্পিউটার অপারেটার পদে ১ লাখ টাকা ও ফিল্ড-অফিসার পদে ৫০ হাজার টাকা করে আদায় করে ১৮ জনকে নিয়োগ দেন। কিন্তু নিয়োগের পর এসব কর্মীদের বেতন-ভাতা দেয়া হয়নি। এমনকি ওই সমিতির কোন কার্যক্রম নেই বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন কর্মীরা। এসব অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই সমিতির নির্বাহী পরিচালক এস এম মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং নিয়মিত মামলা দায়েরের জন্য গোপালগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
×