ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্যে শফীর শাস্তি দাবি জাসদের

প্রকাশিত: ০৭:০৭, ২০ জানুয়ারি ২০২০

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্যে শফীর শাস্তি দাবি জাসদের

স্টাফ রিপোর্টার ॥ ‘দেশের স্কুল-কলেজ জেনার- (অবৈধ শারীরিক সম্পর্ক) বাজার’ হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফীর এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান। ১৪ দলের অন্যতম শরিক জাসদ শীর্ষ নেতারা বলেন, শাহ আহমেদ শফীর বক্তব্য তার নিম্মরুচি ও সংস্কৃতি, অসভ্যতা এবং অশালীনতা, বর্বর মানসিকতার বহিঃপ্রকাশ। তারা বলেন, শফী ‘শিক্ষকরা জেনা করছে-ছাত্র-ছাত্রীরাতো জেনা করেই’ বলে দেশের শিক্ষক ও শিক্ষার্থী সমাজের চরম অবমাননা করেছে। তারা বলেন, শফী ইতিপূর্বেও নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে বক্তব্য দিয়ে দেশের নারী সমাজের চরম অবমাননা করেছে। তেঁতুল হুজুর খ্যাত শাহ আহমেদ শফীকে অবিলম্বে আইনের আওতায় এনে তাকে বিচার ও শাস্তির মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাসদ নেতারা। তারা একই সাথে ‘তেঁতুল হুজুরসহ অসভ্য কাঠ মোল্লাদের ওয়াজের নামে নারী বিদ্বেষী অসভ্য বক্তব্য প্রদান বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান’। গত শুক্রবার চট্টগ্রামের রাউজান গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আহমদ শফী দেশের স্কুল-কলেজ জেনার (অবৈধ শারীরিক সম্পর্ক) বাজার বলে মন্তব্য করেন। শফী বলেন, ‘শিক্ষকরা জেনা করছে। ছাত্র-ছাত্রীরা তো জেনা করেই। হাসিনাকে জানাই, হাসিনা তুমি যেভাবে লেখাপড়া করেছো সেভাবে আমাদেও মেয়েদেরও, মহিলাদেরও ওইভাবে লেখাপড়া করার জন্য আদেশ দাও। আমি মহিলাদের শিক্ষিত হওয়ার জন্য বাধা দিচ্ছি না। মহিলা আলাদা, পুরুষ আলাদা-এমন করলে ভালো হবে না খারাপ হবে?’
×