ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরানের আকাশসীমা ব্যবহার অব্যাহত রেখেছে উপসাগরীয় দেশগুলো

প্রকাশিত: ২২:৩২, ২০ জানুয়ারি ২০২০

ইরানের আকাশসীমা ব্যবহার অব্যাহত রেখেছে উপসাগরীয় দেশগুলো

অনলাইন ডেস্ক ॥ কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরাক ও ইরানের আকাশসীমা দিয়ে তাদের বিমান চলাচল অব্যাহত রেখেছে। সম্প্রতি ইরান এবং আমেরিকার মধ্যকার সামরিক সংঘাতে মারাত্মক উত্তেজনাকর পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে ইরান ও ইরাকের আকাশসীমা দিয়ে বিমান চলাচল নিয়ে এক রকমের অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত ৩ জানুয়ারি মার্কিন সেনারা ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করে। এর প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরাকে অবস্থিত দু'টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই দিনই ইরানের রাজধানী তেহরানের কাছে ভুলক্রমে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় যাতে ১৭৬ আরোহীর সবাই নিহত হন। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইরান ও ইরাকের আকাশসীমা দিয়ে বিমান চলাচল এড়িয়ে চলে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। এছাড়াও জার্মান এয়ারলাইন্স লুফথানসা, এয়ার ফ্রান্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইন্স বিমান চলাচলের জন্য ইরাক ও ইরানের আকাশসীমা এড়িয়ে ভিন্ন রুট ব্যবহার শুরু করে। তবে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত এমিরেটস এয়ারলাইন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আদিল আল-গেইথ বলেছেন, পারস্য উপসাগর, মধ্যপ্রাচ্য এবং ইরানের বাণিজ্যিক বিমান চলাচলের জন্য ইরানের আকাশসীমা সব দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুবাইভিত্তিক আরেকটি বিমান সংস্থা ফ্লাই দুবাই তারাও ইরাক এবং ইরানের আকাশসীমা ব্যবহার অব্যাহত রেখেছে। এছাড়া, কুয়েত এয়ারওয়েজ এবং আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজও ইরাক ও ইরাকের আকাশসীমা ব্যবহার করছে। সূত্র: পার্সটুডে।
×