ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেসরকারি খাতে ঋণ প্রবাহের হার নিন্মমুখী ॥ ঢাকা চেম্বার

প্রকাশিত: ০৭:৩৩, ১৪ জানুয়ারি ২০২০

বেসরকারি খাতে ঋণ প্রবাহের হার নিন্মমুখী ॥ ঢাকা চেম্বার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও কাঙ্খিত মাত্রায় বেসরকারী বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে না, উপরন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহের হার নিন্মমুখী বলে দাবি করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সাক্ষাতকালে ডিসিসিআইয়ের সভাপতি শামস মাহমুদ এসব কথা বলেন। শামস মাহমুদ বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহের হার ২০১৯ সালের নভেম্বরে ছিল ৯.৮৭%। নিন্মহারের মূল কারণ ব্যাংক ঋণের সুদের উচ্চ হার। বেসরকারীখাতের বিনিয়োগ স্থবিরতা কাটানোর জন্য ব্যবসা-সহায়ক পরিবেশ উন্নয়নের পাশাপাশি ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে হবে। এজন্য সম্প্রতি অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিল ও বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যস্থতায় চলতি বছরের ১ এপ্রিল হতে এটি কার্যকর করার জন্য সকলের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। একই সঙ্গে খেলাপী ঋণ কমাতে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ঋণ খেলাপি চিহ্নিতকরণে একটি সুনির্দিষ্ট পদ্ধতি বের করতে হবে। এসএমই খাতকে দেশীয় শিল্পের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখাতের উদ্যোক্তাদের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং ঋণ প্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।
×