ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলার মেঘনায় দুই অপহৃত জেলে উদ্ধার, আটক ১

প্রকাশিত: ০০:৫২, ১৪ জানুয়ারি ২০২০

ভোলার মেঘনায় দুই অপহৃত জেলে উদ্ধার, আটক ১

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা উপজেলা সদরের মেঘনা নদীর বিচ্ছিন্ন ভোলার চর থেকে সোমবার দিবাগত গভীর রাতে দুই অপহৃত জেলেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় ১ জলদস্যু অপহরনকারী দলের সদস্য সাজু মাঝি (৪০) কে আটক করা হয়। কোষ্টগার্ড সূত্র জানায়, গত রবিবার রাতে লক্ষীপুরের জেলে করিম (২২) ও মনির (১৮) কে মদনপুর এলাকার মেঘনায় মাছ ধরা অবস্থায় অপহরণ করে এবং তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপন দাবি করে জলদস্যুরা। সোমবার সকালে জলদস্যুরা অপহৃত জেলেদের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা নেওয়ার জন্য জংসন বাজারের একটি দোকানে আশ্রয় নেয়। এসময় নগদ মুক্তিপণের ৪০ হাজার টাকাসহ জলদস্যু সাজু মাঝিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সোমবার রাতে ভোলার চরে অভিযান চালানো হয়। এসময় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ৩ জলদস্যু পালিয়ে যায়। পরে হাত চোখ বাঁধা অবস্থায় অপহৃত দুই জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের দক্ষিণ জোন’র অপারেশন অফিসার লেফট্যানেন্ট ওয়াসিম আকিল জাকি জানান, অপহৃত দুই জেলেকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া আটক জলদস্যুকে স্থানীয় থানায় পুলিশের কাছে সপোর্দ করা হয়েছে।
×