ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা মির্জা লতিফের নাম রাজাকারের তালিকায়

প্রকাশিত: ০৩:০০, ১৭ ডিসেম্বর ২০১৯

সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা মির্জা লতিফের  নাম রাজাকারের তালিকায়

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন উত্তরাঞ্চলের বেসরকারি সেক্টর “পলাশ ডাঙ্গা যুব শিবিরের” পরিচালক, আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত এমপি ও সপ্তম জাতীয় সংসদের প্যানেল স্পীকার মির্জা আব্দুল লতিফের (লতিফ মির্জা) নাম রাজাকারের তালিকায় ! এ ছাড়াও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খোরশেদ আলমেরও নাম উঠেছে তালিকায়। এ নিয়ে মুক্তিযোদ্ধারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। আজ মঙ্গলবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। কেউ কেউ বলেছেন এটি আমলা নির্ভর রাজাকারের তালিকা। আবার কেউ কেউ বলেছেন লতিফ মির্জা ও খোরশেদ আলম মরে গিয়ে বেঁচে গেছেন লজ্জা ও বিচারের হাত থেকে। মির্জা আব্দুল লতিফের (লতিফ মির্জা) নাম রাজাকারের তালিকায় উঠার প্রতিবাদে বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
×