ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে ৭ জনের মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০১:৫৯, ১৭ ডিসেম্বর ২০১৯

নড়াইলে ৭ জনের মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে গণকবর দেয়া সাতজনের মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গণকবরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, তরফদার রেজাউল ইসলাম, তরফদার সাজ্জাদ হোসেন টিপু, হোসনে আরা কাইজার, শামছুন্নাহার প্রমুখ। বক্তারা জানান, ১৯৭১ সালের ২০ জুলাই নড়াইল সদরের তুলারামপুর গ্রামের একই পরিবারের পাঁচ সদস্যসহ আটজনকে হাত-পা বেঁধে জীবন্ত কবর দেয় পাকবাহিনী ও তাদের দোসর রাজাকাররা। এর মধ্যে রফিকুল ইসলাম তরফদারকে ‘শহীদ মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি দেয়া হলেও বাকি সাতজনকে দেয়া হয়নি। এরা হলেন-আতিয়ার রহমান তরফদার, ছালাম তরফদার, মাহতাব উদ্দীন তরফদার, আলতাফ হোসেন তরফদার, মকবুল শিকদার, কাইজার মোল্যা ও মোকাম মোল্যা। পাক বাহিনী কর্তৃক আটক, নির্যাতন ও হত্যার ঘটনা একই সাথে ঘটলেও বাকি সাত বীরকে আজও শহীদের স্বীকৃতি দেয়া হয়নি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন উৎসর্গকারী বাকি সাতজনকে শহীদ মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক ও নড়াইল সদরের ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন গণকবরস্থ সাতজনের পরিবারের সদস্যরা।
×