ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোবাইল এ্যাপস চালু

প্রকাশিত: ১১:৩৫, ১২ ডিসেম্বর ২০১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোবাইল এ্যাপস চালু

স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘মোবাইল এ্যাপসে’ টিকেট ক্রয় করলেই ১০ শতাংশ ছাড় দেয়া হবে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছাড়ে প্রমোকোড ইওঔঙণ৭১ ব্যবহার করে টিকেট ক্রয় করতে পারবেন। বিমান জানিয়েছে, টিকেট ক্রয় সহজীকরণ, গতিশীল ও যাত্রা নির্বিঘœ করার জন্য চালু হয়েছে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ নামে মোবাইল এ্যাপস। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ‘এ্যাপস’। এই এ্যাপস ব্যবহার করে নিজের মোবাইল থেকেই ক্রয় করা যাবে বিমানের সকল গন্তব্যের টিকেট। মূল্য পরিশোধ করা যাবে বিকাশ, রকেটসহ যে কোন ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে। ‘গুগল প্লেস্টোর’ অথবা ‘এ্যাপল এ্যাপস স্টোর’ থেকে যে কোন স্মার্টফোনে এ্যাপসটি ডাউনলোড করলে বিশ্বের যেকোন প্রান্ত হতে বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।
×