ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদালত স্বাধীনভাবে কাজ করছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:২৪, ১২ ডিসেম্বর ২০১৯

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদালত স্বাধীনভাবে কাজ করছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১১ ডিসেম্বর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালত স্বাধীনভাবেই কাজ করছে। তার জামিন দেয়া না দেয়া এগুলো আদালতের এখতিয়ার। আমাদের কিছুই করার নেই। আদালত জামিন দিবে কি দিবে না সেটা তাদের সিদ্ধান্ত। তার জামিনের ব্যাপারে সরকার কোনরূপ হস্তক্ষেপ করছে না। সরকার কোনদিন হস্তক্ষেপ করেওনি।’ স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল বুধবার দুপুরে জামালপুর জেলা পুলিশের অফিসার্স ক্লাব ভবনে উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। কারাগারে তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। সাজাপ্রাপ্ত একজন কয়েদি যেভাবে থাকেন তার চেয়েও ভালভাবে তিনি সেখানে অবস্থান করছেন। তাকে বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল যেখানে মানুষ সবচাইতে ভাল সেবা পেয়ে থাকেন সেখানেই চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তাঁর ডায়াবেটিস, ব্লাড প্রেসার, আথ্রাইটিসসহ যে সমস্ত রোগ রয়েছে তা কোনদিনই ভাল হওয়ার রোগ নয়। এগুলো সম্পর্কে চিকিৎসকরাই ভাল বলতে পারবেন। তবে চিকিৎসকরা জানাচ্ছেন যে, তাঁর সব রোগই কন্ট্রোলে রয়েছে।’
×