ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরানো ঢাকার গেন্ডারিয়া দুই চাঁদাবাজের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

প্রকাশিত: ০৭:২৫, ১০ ডিসেম্বর ২০১৯

পুরানো ঢাকার গেন্ডারিয়া দুই চাঁদাবাজের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার গেন্ডারিয়া এলাকার স্থানীয় দুই চাঁদাবাজের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী হাজী মো. সাইফুল ইসলাম এই অভিযোগ করেন। এ সময় তার বড় ভাই নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম জানান, ২০১৮ সালে গেন্ডারিয়া ডিস্ট্রিলারি রোডের ২০/এ নম্বর হোল্ডিংয়ে ৬৫ স্কয়ার ফিটের একটি দোকান কেনেন। এর পরপরই জাতীয় নির্বাচন আসলে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা দোকানটি নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করতে থাকেন। তিনি জানান, নির্বাচন শেষ হলেও তারা দোকানটি ছেড়ে দেননি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় দোকানটি ফিরে পাওয়ার চেষ্টা করেও তিনি সফল হননি। অন্যদিকে যুবলীগ নেতা পরিচয়ধারী জাকারিয়া আলামিন ওরফে জাক্কু ও তার ভাই আমিনুল ইসলাম বাবুর হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এ বিষয়ে গেন্ডারিয়া থানায় ১৭ নবেম্বর একটি সাধারণ ডাইরি (জিডি) করার কথা জানিয়ে সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে তার দোকান ফিরে পেতে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহযোগিতা কামনা করেন। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাকারিয়া আলামিন ওরফে জাক্কু তার বিরুদ্ধে এ অভিযোগকে মিথ্যা দাবি করেন।
×