ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেবে ভারত

প্রকাশিত: ১০:২৩, ৯ ডিসেম্বর ২০১৯

 ৩০ মুক্তিযোদ্ধাকে  সংবর্ধনা দেবে  ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ বিজয় দিবসের প্রাক্কালে বাংলাদেশের ৩০ জন প্রবীণ মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা ও সংবর্ধনা জানাবে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর। আগামী ১৫ ডিসেম্বর কলকাতার সেনা সদর দফতরে তাদের সংবর্ধনা জানানো হবে। খবর বাসসর। শনিবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় সেনা প্রধান মেজর জেনারেল এন ডি প্রসাদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এন ডি প্রসাদ জানান, বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সেনাবাহিনী। ১৩ ও ১৪ ডিসেম্বর কলকাতার প্রিন্সেপ ঘাটে সেনাবাহিনী ব্যান্ড শো করবে। সেই সময় কালের দুর্লভ নানা স্মৃতিচিহ্ন ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে। ১৫ ডিসেম্বর বাংলাদেশের প্রবীণ মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক শ্রদ্ধা জানাবে। তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারত এবং বাংলাদেশের মিত্র বাহিনীর কাছে পরাজিত হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানী সেনাবাহিনী। এই দিনেই জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। তাই এই দিনটির স্মরণে প্রতি বছর ভারতে ‘বিজয় দিবস’ উদযাপন করা হয়। সংবাদ সম্মেলনে প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত, তরুণ গাঙ্গুলী ও মানস ঘোষ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
×