ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা গণহত্যার বিচার পর্যবেক্ষণে হেগে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল

প্রকাশিত: ১০:১৮, ৯ ডিসেম্বর ২০১৯

 রোহিঙ্গা গণহত্যার  বিচার পর্যবেক্ষণে  হেগে যাচ্ছে  বাংলাদেশ  প্রতিনিধি দল

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা গণহত্যা বিচার মামলার শুনানি পর্যবেক্ষণে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। রবিবার রাতে প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ করার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে বাংলানিউজ এ খবর জানায়। মন্ত্রণালয়ের সূত্র জানায়, ১০ ডিসেম্বর থেকে আইসিজেতে মামলার শুনানি শুরু হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার দায়ে দেশটির বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। এছাড়া কক্সবাজারে আশ্রয় নেয়া তিন রোহিঙ্গা শুনানিতে উপস্থিত থাকবেন। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ১১ নবেম্বর আইসিজেতে এ মামলা দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া।
×