ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এসএ গেমস ॥ ক্রিকেটে স্বর্ণ জিতলো বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৪:১০, ৮ ডিসেম্বর ২০১৯

এসএ গেমস ॥ ক্রিকেটে স্বর্ণ জিতলো বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক ॥ সাউথ এশিয়ান (এসএ) গেমসে নারী ক্রিকেটের রোমাঞ্চকর ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশের মেয়েরা। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করতে পারে। তবে বোলারদের দাপুটে বোলিং ও দলের নিয়ন্ত্রিত ফিল্ডিংয়ে লঙ্কানদের ৮৯ রানে বেধে দেন সালমা-জাহানারারা। আজ রবিবার নেপালের পোখরা শহরের রঙ্গশালা স্টেডিয়ামে স্বর্ণ জয়ের লক্ষ্যে মাঠে নামে পুরো টুর্নামেন্টে দাপট দেখানো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ৭ রান। দেশসেরা পেসার জাহানারা আলমের করা ওভার থেকে এসেছে কেবল চারটি সিঙ্গেল। শেষ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩ রান। জাহানারা দেননি কোনো রান। বাংলাদেশের জাতীয় দল খেললেও শ্রীলঙ্কার এটি অনূর্ধ্ব-২৩ দল। আনকোরা দলটিতে অধিনায়ক হার্শিথা মাদাভিই কেবল খানিকটা পরিচিত নাম। সেই দলের বিপক্ষেও ধুঁকতে হলো বাংলাদেশকে। তবু শেষ পর্যন্ত মিলেছে সোনার স্বস্তি। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটায় ছিল না খুব অস্বস্তি। ওপেনার আয়েশা রহমান যদিও ফিরেছিলেন ২ রানে। তবে আরেক ওপেনার মুর্শিদা খাতুন ও তিনে নামা সানজিদা ইসলাম দলকে রেখেছিলেন পথে। ৬ ওভারে রান ছিল ৩৬। এরপরই এক ওভারের ঝড়ে এলোমেলো ইনিংস। উমেশা থিমাশিনির এক ওভারেই বিদায় নেন চার ব্যাটার। ১ উইকেটে ৩৬ থেকে দলের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৬। অধিনায়ক সালমা খাতুনও পারেননি দলের ত্রাতা হতে। সপ্তম উইকেটে নিগার সুলতানা ও ফাহিমা খাতুন কিছুটা উদ্ধার করেন দলকে। ১৫ রান করে বিদায় নেন ফাহিমা। নিগার সুলতানার ৩৮ বলে অপরাজিত ২৯ রানে দল শেষ পর্যন্ত করতে পারে ৯১। ছোট পুঁজি নিয়ে বাংলাদেশের বোলারদের শুরুটা ছিল দারুণ। জাহানারা, সালমারা শুরু থেকেই চেপে ধরেন লঙ্কানদের। পাওয়ার প্লের ৬ ওভার শেষে তাদের রান ছিল ৩ উইকেটে ১৫। সেই ধাক্কা সামলে লঙ্কানদের এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক মাদাভি। ৩৩ বলে ৩২ রান করা ব্যাটারকে থামান জাহানারা। তার পরও হাল ছাড়েনি শ্রীলঙ্কা। লিহিনি আপসারা, নিলাকশানা সান্দামানি চালিয়ে যান লড়াই। শেষ ২ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ১১ রান। ১৯তম ওভারে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার একটি রানও দেননি, উইকেট নেন একটি। কিন্তু বাই থেকে তবু চার রান পেয়ে যায় শ্রীলঙ্কা। শেষ ওভারে দারুণ বোলিংয়ে পার্থক্য গড়ে দিলেন জাহানারা। রান আউট হলেন মূল বাধা হয়ে থাকা লিহিনি। সোনার হাসিতে মাঠ ছাড়ল বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ৯১/৮ (মুর্শিদা ১৪, আয়েশা ২, সানজিদা ১৫, নিগার ২৯*, ফারজানা ০, রিতু ০, সালমা ৩, ফাহিমা ১৫, জাহানারা ২, নাহিদা ০*, সান্দিপানি ৩-০-১৮-১, থারিকা ২-০-২০-১, কাভিশা ৪-১-২০-১, উমেশা ৪-২-৮-৪, মালশা ৪-০-৬-১, শাচিনি ৩-০-১৬-০)। শ্রীলঙ্কা: ২০ ওভারে ৮৯/৯ (উমেশা ৭, জানাদি ১, হার্শিথা ৩২, সান্দিপানি ০, কাভিশা ৪, লিহিনি ২৫, সান্দামানি ১০, জিমানজালি ১, শাচিনি ১*, মালশা ১; জাহানারা ৪-০-১৭-১, সালমা ৪-০-১২-১, নাহিদা ৪-১-৯-২, খাদিজা ৪-০-২১-১, ফাহিমা ৪-০-২৫-০)। ফল: বাংলাদেশ ২ রানে জয়ী প্লেয়ার অব দা ম্যাচ: নাহিদা আক্তার
×