ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরান-পাকিস্তান সীমান্তে বাজার চালু করার নির্দেশ ইমরান খানের

প্রকাশিত: ০০:২২, ৮ ডিসেম্বর ২০১৯

ইরান-পাকিস্তান সীমান্তে বাজার চালু করার নির্দেশ ইমরান খানের

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের সঙ্গে তার দেশের সীমান্ত জুড়ে বাজার চালু করার প্রক্রিয়া জোরদার করার নির্দেশ দিয়েছেন।তিনি সীমান্ত জুড়ে আটটি বাজার স্থাপনের প্রক্রিয়া ত্বরান্তিত করার জন্য পাকিস্তানি বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দেন। একইসঙ্গে তিনি নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ও কাস্টমস বিভাগকে সঠিকভাবে তার দায়িত্ব পালন করার আহ্বান জানান। ইরান ও পাকিস্তানের সীমান্ত বিষয়ক যৌথ কমিটি গতমাসে ইরানের সীমান্তবর্তী জাহেদান শহরে নিজেদের মধ্যকার সপ্তম বৈঠকে মিলিত হয়। বৈঠকে সীমান্ত জুড়ে প্রত্যেক দেশে চারটি করে মোট আটটি বাজার চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের অবকাশে পাকিস্তানের প্রতিনিধিদলের প্রধান বলেন, বাজারগুলো চালু হলে দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বেড়ে যাবে। সেইসঙ্গে এসব বাজার সীমান্ত এলাকার জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। সীমান্ত এলাকার পাকিস্তান অংশে যে চারটি বাজার বসবে সেগুলো হচ্ছে, তালফান, পাঞ্জকুর, মান্দ ও গাব্দ। অন্যদিকে ইরান অংশের যে অঞ্চলগুলিতে বাজার বসব সেগুলো হচ্ছে- মিরজাভে, কুহাক সারাভান, রিমদান ও পিশিন। সূত্র- পাসটুডে
×