ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফার্মগেইট, শুক্রাবাদে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না শনিবার

প্রকাশিত: ১০:০০, ৬ ডিসেম্বর ২০১৯

ফার্মগেইট, শুক্রাবাদে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না শনিবার

অনলাইন ডেস্ক ॥ গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য শনিবার পাঁচ ঘণ্টা ঢাকার ফার্মগেইট, শুক্রাবাদ, জাতীয় সংসদ ভবন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফার্মগেইট, জাতীয় সংসদ ভবন এলাকা, সম্পূর্ণ রাজাবাজার এলাকা, মনিপুরীপাড়া, শুক্রাবাদ ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এই সময় শেরে বাংলা নগর, পূর্ব রাজাবাজার, কবরস্থানগলি এলাকার ক্ষতিগ্রস্থ গ্যাস পাইপলাইন অপসারণ করে নতুন স্থাপিত পাইপলাইনের ‘টাই-ইন’ এর কাজ হবে।
×