ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার ডাবল সেঞ্চুরি করলেন জো রুট

প্রকাশিত: ০০:১৬, ২ ডিসেম্বর ২০১৯

এবার  ডাবল সেঞ্চুরি করলেন  জো  রুট

অনলাইন ডেস্ক ॥ ডেভিড ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরিতে বুদ হয়ে আছে ক্রিকেট বিশ্ব। সেই আলোচনায় এবার যোগ দিলেন জো রুট। ইংলিশ অধিনায়ক হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। আজ সোমবার হ্যামিল্টনে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছেন রুট। অধিনায়ক হিসেবে এটি রুটের প্রথম ডাবল। তৃতীয় দিন সেঞ্চুরি তুলেছিলেন রুট। ১১৪ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেন ডানহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় সেশনে তুলে নেন ডাবল সেঞ্চুরি। ১৮০ থেকে ২০০ ছুঁতে রুট এর আগে আউট হয়েছেন তিনবার। এবার সেই ভুল করেননি। নিজের সহজাত ব্যাটিং তুলে নেন ডাবল সেঞ্চুরি। চা-বিরতির আগে তাকে থামান স্পিনার মিচেল স্ট্যানার। ৪৪১ বলে ২২৬ রানের ইনিংসটি সাজান ২২ চার ও ১ ছক্কায়। পুরো ইনিংসটি সাজাতে ক্রিজে থেকেছেন ৬৩৬ মিনিট। ১০ ঘন্টারও ওপর ক্রিজে থেকে ক্যারিয়ারের সবথেকে লম্বা ইনিংস উপহার দিয়েছেন। টেস্ট ক্রিকেটে এটি তার দ্বিতীয় সর্বোচ্চ রান। পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে ম্যানচেষ্টারে ২৫৪ রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ। ইংল্যান্ডের অষ্টম টেস্ট অধিনায়ক হিসেবে রুট হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক গ্রাহাম গুচ। ভারতের বিপক্ষে ১৯৯০ সালে লর্ডসে ৩৩৩ রান করেছিলেন গুচ। এছাড়া ডাবল সেঞ্চুরি পেয়েছেন পিটার মে, অ্যালিস্টার কুক, উইলি হ্যামন্ড, ডেভিড গাওয়ার, স্যার লিওনার্ড হুটন ও টেড ডেক্সটার।
×