ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নান্দাইলে আ.লীগ নেতা হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৮:৪৪, ২০ নভেম্বর ২০১৯

নান্দাইলে আ.লীগ নেতা হত্যার বিচার দাবি

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল মুনসুর ভূইয়ার হত্যাকারীদের বিচার দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। আজ বুধবার বিকালে নান্দাইল শহীদ মিনার চত্ত্বরে এক আলোচনা সভায় এই বিচার দাবি করা হয়। পরে নেতৃবৃন্দ এক শোর র‌্যালী বের করে। জানা গেছে, আজ বুধবার বিকালে নিহত আবুল মুনসুর ভূইয়ার স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামাল আকন্দের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক দুই বারের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম ভূইয়া, আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুসলেম উদ্দিন ফকির, আমিনুল ইসলাম শাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার ভূইয়া উজ্জ্বল, শফিকুল ইসলাম সরকার, নজিমুল্লাহ লিটন, চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া প্রমূখ। পরে এক শোক র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে। উল্লেখ্য, ২০১৪ সালের ২০ নবেম্বর নান্দাইল সাবরেজিষ্ট্রি কার্যালয়ের সামনে পৌর আওয়ামী লীগের এক কর্মী সভায় দু‘পক্ষের রক্তক্ষয়ী সংর্ঘষে নিহত হন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়ার বড় ভাই আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভূইয়া।
×