ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রবাসী কল্যাণে কাজ করে যাবে সরকার ॥ আবুধাবিতে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৯, ২০ নভেম্বর ২০১৯

প্রবাসী কল্যাণে কাজ করে যাবে সরকার ॥ আবুধাবিতে পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ প্রবাসীদের কল্যাণে ভবিষ্যতেও সরকার কাজ করে যাবে বলে অভিমত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। স্থানীয় সময় সোমবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রবাসীরা মুক্তিযুদ্ধসহ গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে দেশের জন্য অবদান রেখেছেন। বর্তমান প্রবাসবান্ধব সরকার আগামীতেও প্রবাসীদের কল্যাণে কাজ করবে।” মন্ত্রী জানান, প্রবাসীরা এখন জাতীয় পরিচয়পত্র বিদেশে ঘরে বসেই পাবেন। এ কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো। দুবাই কনসুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। অনুষ্ঠানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, এখন থেকে অনলাইনে বসে নিজেই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন প্রবাসীর হাতে তুলে দেওয়া হয় জাতীয় স্মার্ট পরিচয়পত্র। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাহতাবুর রহমান নাসের, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল ও বাংলাদেশ সমিতি ইউএই এর সভাপতি মোয়াজ্জেম হোসেন।
×