ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারকে ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন হয় না : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

প্রকাশিত: ০৯:৫৩, ১৬ নভেম্বর ২০১৯

সরকারকে ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন  হয় না : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ তথ্য প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান বলেছেন, ‘আমরা আয়কর দেই দেশের উন্নয়নের জন্য। এই সহজসরল কথাটা না বোঝার কি কোনো কারণ আছে? কেউ আয়কর ফাঁকি দিবেন না। দেশের উন্নয়নই নিজের উন্নয়ন। সরকারকে ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন হয় না। আয়কর ফাঁকি দেওয়া মানে নিজের পায়েই কুড়াল মারা। এটা যতক্ষণ না বুঝতে পারবো। ততক্ষণ কোনো সমস্যারই উত্তরণ করতে পারবো না।’ তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকালে জামালপুর আয়কর অফিস প্রাঙ্গণে আয়োজিত চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জামালপুর আয়কর অফিসের সহকারী কমিশনার প্রীতিশ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়কর মেলার উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো: বাছির উদ্দিন, জামালপুরের সর্বোচ্চ করদাতা ব্যব্যসায়ী রঞ্জন কুমার সিংহ, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো: রেজাউল করিম রেজনু, আয়কর বার অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি আইনজীবী মো: আতাউর রহমান প্রমুখ। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশলী দেশের তালিকায় দ্বিতীয়। এটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন করেছি। কেউ চোখ খুলে দেখুক আর না দেখুক সূর্য্য আলো ছড়াবেই। বাইরে আলো থাকলেই বোঝা যায় সূর্য উঠেছে। প্রধানমন্ত্রীও সূর্যের মতো আলো ছড়িয়ে দিচ্ছেন সারা দেশের মানুষের মাঝে। দেশের মাত্র সাড়ে ১৬ লাখ মানুষ কর দেন। তাদের করের টাকায় দেশের সাড়ে ১৬ কোটি মানুষকে বয়ে নিয়ে যাওয়ার যোগ্যতা আমরা কেউ রাখি না। কিন্তু এই প্রজাতন্ত্রের রাষ্ট্র প্রধান শেখ হাসিনা ঠিকই পারছেন।’ প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু, বীর মুক্তিযোদ্ধা এবং দেশের সাড়ে ১৬ কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এগিয়ে যাচ্ছে দেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবো। ২০৪১ সালের মধ্যে আমাদেরকে উন্নত বিশে^র উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতেই শেখ হাসিনা রাতদিন নিরলস কাজ করে যাচ্ছেন। তার এই অগ্রযাত্রাকে কেউই দাবায়ে রাখতে পারবে না।’ প্রতিমন্ত্রী ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে সক্ষম নাগরিকদের করের আওতায় এসে দেশের উন্নয়নের চাকাকে সচল রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ৫০ হাজার টাকা উপার্জন করতে সক্ষম ব্যক্তিারাই করের আওতাধীন হবেন। আর অন্যান্য যে বিশেষ বিধিগুলো আছে বীর মুক্তিযোদ্ধা, অসুস্থ মুক্তিযোদ্ধা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এমন শ্রেণির ব্যক্তিরা বিশেষ কোঠায় করের আওতাধীন। তাদের ক্ষেত্রে সরকার বিশেষ ছাড় রাখছে।’ মেলার প্রথম দিনেই আয়কর অফিস প্রাঙ্গণে বিভিন্ন বুথে আয়কর রিটার্ন দালিখ করা এবং তাৎক্ষণিক আয়কর দেওয়া ও তথ্য জানতে আয়করদাতা সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ভিড় করেন। চারদিনব্যাপী এ আয়কর মেলা চলবে ১৯ নবেম্বর বিকেল পর্যন্ত।
×