ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:৪৫, ১৬ নভেম্বর ২০১৯

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদাতা, চুয়াডাঙ্গা ॥ অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার বড়বাজারে অভিযান চালানো হয়। সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাইকারী দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড়বাজারের কাঁচামালের খুচরা ও পাইকারী বাজারে এ অভিযান চালানো হয়। এদিকে, জরিমানার অর্থ আদায়ের সময় ব্যবসায়ীরা ক্ষীপ্ত হয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সংবাদকর্মী ও পুলিশকে অবরুদ্ধ করে মারমুখী আচরণ করে। লাঞ্চিত করা হয় স্থানীয় দুই সংবাদকর্মী ও পুলিশ সদস্যদেকে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় চুয়াডাঙ্গার খুচরা ও পাইকারী বাজারে অন্যান্য জায়গার তুলনায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে এদিন দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টও (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা মেলায় বড়বাজারের কাঁচামাল ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, জরিমানার অর্থ আদায় করা হলে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে অপ্রীতিকর পরিস্থিতির সুষ্টি করে। এ সময় আদালতের সংবাদ সংগ্রহের কাজে নিয়জিত থাকা স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম শাফায়েত ও তৌহিদুর রহমান তপুকে মারধর করেন ব্যবসায়ীরা। ভেঙে ফেলা হয় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন। খবর পয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×