ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধীর নামে কোন কলেজের নামকরণ থাকছে না

প্রকাশিত: ১২:৩৭, ১৫ নভেম্বর ২০১৯

যুদ্ধাপরাধীর নামে কোন কলেজের নামকরণ থাকছে না

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোন কলেজের নাম যুদ্ধাপরাধীর নামে থাকছে না। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী এবং যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাঁচটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে একটি কলেজের নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। আর বাকি চারটি কলেজের নাম পরিবর্তনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যে কলেজটির নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে সেটি হচ্ছে রাঙ্গামাটির রাবেতা মডেল কলেজ। এই কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে লংগডু মডেল কলেজ। বিশেষ সংস্থা কর্তৃক পরিচালিত হয়ে আসছিল কলেজটি। আর যে চারটি কলেজের নাম পরিবর্তনের চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে- হবিগঞ্জের মাদবপুরের সৈয়দ সঈদউদ্দিন কলেজ, এটির পরিবর্তিত নাম মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ। কক্সবাজারের ঈদগাও ফরিদ আহমেদ কলেজ, যার পরিবর্তিত নাম ঈদগাও রশিদ আহমেদ কলেজ। টাঙ্গাইলের বাশাইল এমদাদ হামিদা কলেজ, যার পরিবর্তিত নাম বাশাইল ডিগ্রী কলেজ। গাইবান্ধার ধর্মপুর আব্দুল জব্বার কলেজ, যার পরিবর্তিত নাম ধর্মপুর ডিগ্রী কলেজ। জানা গেছে, এক বছর আগে সারাদেশে যুদ্ধাপরাধীদের নামে থাকা কলেজগুলো চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি যুদ্ধাপরাধীদের নামে থাকা কলেজগুলোর নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কলেজের পরিচালনা পর্ষদকে চিঠি দেয়া হয়। চীনে গ্যাস রফতানি করবে কাতার কাতারের রাষ্ট্রীয় কোম্পানি কাতার পেট্রোলিয়াম (কিউপি) চীনের ওয়ানহুয়া কেমিক্যাল গ্রুপের সঙ্গে গ্যাস রফতানির একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, আগামী দশ বছরে কাতার চীনা কোম্পানির কাছে ৮ লাখ মেট্রিক টন লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রফতানি করবে। বুধবার কিউপি’র পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর কোম্পানির ঘোষণার বরাতে জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর শুরু“ হবে এবং বহাল থাকলে পরবর্তী দশ বছর। কাতারের জ্বালানিমন্ত্রী ও কিউপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদ শেরিদা আল-কাবি বলেছেন, এই চুক্তিটি তাদের কোম্পানি আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়নের আলোকে স্বাক্ষরিত হয়েছে। -এএফপি
×