ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্দোর টেস্টে প্রথম দিনে চা-বিরতিতে বাংলাদেশের রান ১৪০/৭

প্রকাশিত: ০৩:০১, ১৪ নভেম্বর ২০১৯

ইন্দোর টেস্টে প্রথম দিনে চা-বিরতিতে বাংলাদেশের রান ১৪০/৭

অনলাইন ডেস্ক ॥ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোরে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধন্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। তবে শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকা বাংলাদেশর। চা বিরতরি সময় বাংলাদেশের রান ৭ উইকেট হারিয়ে ১৪০ রান।বিরতির আগের ওভারে শামির শেস দুই বলে মুশফিকের বিদায়ের পর উইকেটে গিয়ে মেহেদী হাসান মিরাজ আউট হয়ে গেলেন। শামির ফুল লেংথ বলে ডিফেন্স করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি মিরাজ। বল লাগে তার সামনের পায়ে। এলবিডব্লিউর আবেদনে সাড়া দিতে খুব একটা সময় নেননি আম্পায়ার। নন-স্ট্রাইক প্রান্তে থাকা লিটন দাসেমর কাছ থেকে সেভাবে সাড়া না পেয়ে রিভিউ না নিয়েই ফিরে যান মিরাজ। রিপ্লেতে দেখা যায়, বল চলে যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে দিয়ে। ২১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ‘গোল্ডেন ডাকের’ তেতো স্বাদ পেলেন মিরাজ। টানা দুই বলে উইকেট নিলেন শামি। বাংলাদেশ ৭ উইকেটে ১৪০। ১০৫ বলে ৪৩ রান করে বোল্ড হলেন মুশফিক। মাহমুদউল্লাহ ফিরলেন ১০ রানে বাজে শট খেলে।এর আগে ৮০ বলে ৩৭ রান করে আউট হলেন মুমিনুল। এখন লিটন অপরাহিত আছেন ২১ রানে।
×