ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপনে চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটির সভা

প্রকাশিত: ০৯:৪২, ১৪ নভেম্বর ২০১৯

 বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপনে চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটির সভা

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন সংক্রান্ত চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটির ৮ম সভা বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপকমিটির আহ্বায়ক এবং চলচ্চিত্র পরিচালক ও অভিনয় শিল্পী সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। উপকমিটির সদস্য সচিব ও তথ্য সচিব আবদুল মালেক বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ওয়েব সিরিজ এবং খ- ভিডিওচিত্র নির্মাণ ও সম্প্রচারে সরকারী পৃষ্ঠপোষকতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের স্ক্রিপ্ট চূড়ান্তকরণ এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের বিষয় আলোচিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক), চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, অমিতাভ রেজা চৌধুরী, মাসুদ পথিক, চলচ্চিত্র প্রযোজক সৈয়দ গাউসুল আলম শাওন, অভিনয় শিল্পী এম এ আলমগীর, পীযূষ বন্দোপাধ্যায়, রেইনবো ফিল্ম সোসাইটির পরিচালক আহমেদ মুজতবা জামাল, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন।
×