ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেচ খেলা বেলুগা তিমি

প্রকাশিত: ১১:২৩, ১০ নভেম্বর ২০১৯

ফেচ খেলা বেলুগা তিমি

সারাবিশ্বে প্লাস্টিকের জেরে অনেক প্রাণী বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্লাস্টিকের বর্জ্যে ঠাসা সমুদ্র-মহাসমুদ্রও। ফলে জলের গভীরে থাকা প্রাণীরা মৃত্যুর দিকে ঢলে পড়ছে অনায়াসে। পৃথিবীর সর্বত্র প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতা শুরু হয়েছে। তবে সেই প্রচারে কতটা সচেতন হয়েছে মানুষ প্রায়ই তার উদাহরণ চোখে পড়ে। সম্প্রতি প্লাস্টিক বর্জন নিয়ে একটি মন ছুঁয়ে যাওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে রয়েছে একটি বেলুগা তিমি ও কয়েকজন বিজ্ঞানী। টুইটারে সেই ভিডিওর একটি ছোট্ট ক্লিপ এখন দশ লাখের বেশি মানুষ দেখেছে। স্ট্যান্স প্রাউন্ডেড নামে এক ব্যক্তি সেই ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ফেচ নিয়ে একটি বেলুগা তিমির সঙ্গে খেলায় ব্যস্ত এক ব্যক্তি। এটা অসাধারণ। এমন বিরলতম প্রাণীদের সঙ্গে আমরা সত্যিই কোন অনিষ্ট করতে পারি না। সব সমুদ্র উপকূলের প্রাণীদের নিরাপদ রাখুন। অনুরোধ করে প্লাস্টিক ব্যবহার বর্জন করুন। ৯০ শতাংশ প্লাস্টিক কোনভাবেই পুনর্ব্যবহার করা যায় না। হাজার বছর ধরে সেই প্লাস্টিক অপরিবর্তন থাকবে। এর কারণে জলের প্রাণীদের জীবন সঙ্কটে রয়েছে। আমাদের দরকার প্রাকৃতিক বিকল্প প্লাস্টিক ব্যবহার করা দরকার বলে জানিয়েছেন স্ট্যান্স গ্রাউন্ডেড। এই ভিডিও উত্তর মেরু থেকে তোলা। বেলুগা তিমি বিশ্বের সবচেয়ে বেশি সামাজিক প্রাণী। -গার্ডিয়ান
×