ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খন্দকার নুরুল হোসেন গোল্ডকাপ ফুটবলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ

প্রকাশিত: ১১:৩৭, ৯ নভেম্বর ২০১৯

 খন্দকার নুরুল হোসেন গোল্ডকাপ ফুটবলে ঢাকা  জেলা ক্রীড়া  সংস্থা রানার্সআপ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ফরিদপুরে অনুষ্ঠিত খন্দকার নুরুল হোসেন (নুরু মিয়া) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের কলকাতা কাস্টমস ক্লাব। শুক্রবার টুর্নামেন্টের ফাইনালে শেখ জামাল স্টেডিয়ামে তারা ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে হারায়। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন বিজয়ী দলের কামু স্টিফেন। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বিজিত দলের গোলরক্ষক সুজন। প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি সাত লাখ টাকা ও রানার্সআপ দলকে ট্রফির পাশাপাশি পাঁচ লাখ টাকার প্রাইজমানি দেয়া হয়। এছাড়া প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হয় মেডেল। গত ১৯ অক্টোবর থেকে ফরিদপুর স্টেডিয়ামে শুরু হয় এ ফুটবল টুর্নামেন্ট। এতে ফরিদপুরসহ দেশের ১২ জেলা দল এবং ভারতের কলকাতার দুটি দলসহ মোট ১৪টি দল অংশ নেয়।
×