ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আহা বেচারা আফগান সমর্থক!

প্রকাশিত: ১১:৩৬, ৯ নভেম্বর ২০১৯

 আহা বেচারা আফগান সমর্থক!

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতকে হোম ভেন্যু করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে রশিদ খানের আফগানিস্তান। সমান তিনটি করে ওয়ানডে ও টি২০, সর্বশেষ একমাত্র টেস্ট। প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যু লক্ষ্নৌ য়ে আজ বাংলাদশ সময় আড়াইটায় শুরু দ্বিতীয় ওয়ানডে। রশিদ-মোহাম্মদ নবিদের খেলা দেখতে আফগানিস্তান থেকে ভারতে এসে ভীষণ বিড়ম্বনায় পড়েছেন ৮ ফুট উচ্চতার শের খান। এই উচ্চতা নিয়ে লক্ষ্নৌয়ের হোটেলে হোটেলে ঘুরেছেন। তবে নিজের পছন্দসই রুম খুঁজে পাননি তিনি। শেষ পর্যন্ত হতাশ হয়ে স্থানীয় পুলিশ স্টেশনে হাজির হয়ে গিয়েছিলেন শের খান। তারপরই পুলিশ পরিচয়পত্র যাচাই করে সাহায্য করেন সেই আফগান সমর্থককে। পুলিশের মধ্যস্থতাতেই শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে তিনি কাটান নাকার হোটেল রাজধানীতে। এমন খবর চাউর হতেই হোটেলের চারপাশে ভিড় জমে যায় আবার। কাবুল থেকে আসা শের খানকে দেখতে উৎসাহী শহরবাসীর চাপে নাজেহাল হতে হয় হোটেল মালিককেও। হোটেল মালিক সংবাদসংস্থাকে বলেন, ‘কমপক্ষে দু’ শ’রও বেশি লোক শের খানকে দেখতে সটান হোটেলে চলে আসে। রীতিমতো বিরক্তি বোধ করছে ও।’ বৃহস্পতিবার প্রথম ওয়ানডের দিন সকালে উৎসাহী জনগণের হাত থেকে বাঁচিয়ে পুলিশ রীতিমতো এসকর্ট করে শের খানকে একানা স্টেডিয়ামে নিয়ে যায়। হোটেল মালিক জানিয়েছেন, চলতি সপ্তাহের আরও চার-পাঁচদিন শের খান থাকছেন এই হোটেলে।
×