ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দারুণ কিছু করার স্বপ্ন সাদমান-সাইফের

প্রকাশিত: ১১:৩৩, ৯ নভেম্বর ২০১৯

 দারুণ কিছু করার স্বপ্ন সাদমান-সাইফের

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলছে এবার বাংলাদেশ ক্রিকেট দল। ৩ ম্যাচের টি২০ সিরিজে শুরুটাও হয়েছে দারুণ। প্রথম ম্যাচেই স্বাগতিক ভারতকে হারিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। এখনও সিরিজের এক ম্যাচ বাকি, ইন্দোরে ১৪ নবেম্বর শুরু হবে প্রথম টেস্ট। কিন্তু দুই টেস্টের সিরিজ খেলতে শুক্রবার দুপুরে অধিনায়ক মুমিনুল হক সৌরভসহ ৮ ক্রিকেটার- সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, ইমরুল কায়েস, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানরা ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। টেস্ট দলে আছেন তারা। টি২০ সিরিজে তরুণরা উজ্জ্বল পারফর্মেন্স দেখিয়েছেন, এবার টেস্টেও তরুণদের দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ দলকে। কারণ সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো পারফর্মাররা নেই। টেস্ট দলে তিন তরুণ সাদমান, নাঈম ও সাইফদের কাছে প্রত্যাশা থাকবে সবারই। দেশ ছাড়ার আগে সাদমান-সাইফ জানালেন কোন চাপ নিচ্ছেন না তারা এবং শক্তিশালী ভারতের বোলিংয়ের বিপক্ষে স্বাভাবিক খেলাটাই খেলতে চান। টি২০ দলে নতুন মুখ হিসেবে ওপেনার মোহাম্মদ নাইম শেখ ভারত সফরে ইতোমধ্যে হওয়া দুই ম্যাচে দারুণ পারফর্মেন্স দেখিয়েছেন। লেগস্পিনে ক্যারিশমা দেখিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। তাদের সন্তোষজনক নৈপুণ্যের পর এখন টেস্ট দলের তরুণদের কাছ থেকেও ভাল কিছু পেতে আশান্বিত থাকবে সবাই। টি২০ সিরিজ শেষে অবশ্য নাইম শেখ ও বিপ্লব দেশে ফিরে আসবেন। তাদের সঙ্গে আরাফাত সানি, শফিউল ইসলাম, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব ও আবু হায়দার রনিও ফিরে আসবেন। তাদের জায়গা নেবেন সাদমান, সাইফ, মুমিনুল, ইমরুল, এবাদত, রাহী, মিরাজ ও নাঈম হাসান। সাকিব নিষেধাজ্ঞার কারণে ও অপরিহার্য ওপেনার তামিম ইকবাল এই সিরিজেও নেই পারিবারিক কারণে। তাই টেস্টেও এবার একেবারে নতুন ওপেনিং জুটি দেখা যেতে পারে। ইতোমধ্যে ৪ টেস্ট খেলা সাদমান ইসলাম অনিকের সঙ্গে জুটি বাঁধতে পারেন ২১ বছর বয়সী সাইফ হাসান। সেক্ষেত্রে তিনে অভিজ্ঞ ইমরুল কায়েস এবং চারে নেমে যাবেন মুমিনুল হক সৌরভ। অর্থাৎ শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে সাইফ হাসানকে। প্রথম শ্রেণীর ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট এবং ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স দেখানোর পুরস্কার হিসেবে এবারই প্রথম সাইফ ডাক পেয়েছেন টেস্ট দলে। তার প্রথম মিশনটাই শক্তিশালী ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে। কিন্তু তবুও সুযোগ পেলে নিজের সামর্থ্য দেখাতে চান এ ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ, আত্মবিশ্বাস আছে। সুযোগ যদি পাই দেশের হয়ে ভাল কিছু করতে চাই। চেষ্টা করব ফর্মটা টেনে নেয়ার।’ এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রাই শুরু হয়নি সাইফের। বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারতের বিপক্ষে তাদের মাটিতে সেই যাত্রা শুরু হতে পারে ১৪ নবেম্বর প্রথম টেস্টেই। অথচ তাকে অনুপ্রাণিত করার জন্য দলে নেই সাকিব-তামিমের মতো দুই বড় তারকা। ঘরের মাঠে অদম্য ভারতের বিপক্ষে তাই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সাইফ-সাদমানদের। এ বিষয়ে সাইফ বলেন, ‘আমরা যদি সর্বোচ্চ ভাল ক্রিকেট খেলতে পারি তাহলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। ওদের দিকে তাকিয়ে লাভ নেই। বলের দিকে তাকিয়ে খেলতে হবে।’ ঐতিহাসিক অনেক কিছুই ক্যারিয়ারের শুরুতে পেতে যাচ্ছেন সাইফ। প্রথমবারের মতো দু’দলই দিবারাত্রির টেস্ট খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে। দলে থাকাতেই হয়ে যাবেন ইতিহাসের অংশ। গোলাপি বলের টেস্টটি হবে ২২ নবেম্বর। তবে দিবারাত্রির দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকায় ভালই সমস্যা হবে বাংলাদেশের ক্রিকেটারদের। সাইফ এ বিষয়ে বলেন, ‘খেলতে পারলে ভাল হতো। যেহেতু হবে না তাই যত দ্রুত সম্ভব ওখানে গিয়ে মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে।’ সেই মানিয়ে নেয়ার সুযোগটা অবশ্য ভালভাবেই পাবেন টেস্টের এই ৮ সদস্যরা। তারা সরাসরি গিয়ে নাগপুরে টি২০ দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করবেন। প্রথম টেস্টের আগে ৫ দিন সময় থাকবে প্রস্তুতি নেয়ার। যদিও ইন্দোরে হবে টেস্ট, কিন্তু পুরো কোচিং স্টাফের সঙ্গে নাগপুর থেকেই মাঠের অনুশীলন শুরু করতে পারবেন সাইফ-সাদমানরা। সাইফের মতো এতটা অনভিজ্ঞ অবশ্য নয় সাদমান। ইতোমধ্যেই ৪ টেস্ট খেলার অভিজ্ঞতা হয়েছে ২৪ বছর বয়সী এ বাঁহাতি ওপেনারের। তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। এবার সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাটিতে খেলতে হবে। আর সঙ্গী হিসেবে অভিজ্ঞ কাউকে হয়তো পাবেন না ওপেনিংয়ে, আনকোরা নতুন মুখ সাইফ হতে পারেন সঙ্গী। তবে কোন চাপ নিতে চাইছেন না এ বাঁহাতি। তিনি বলেন, ‘তারা অনেক শক্তিশালী দল। কিন্তু ওরকম বাড়তি কোন চাপ নিয়ে যাচ্ছি না। ওদের বোলার নিয়ে অত চিন্তার কিছু নেই। আমরা ভাল ভাল অনেক দলের বিপক্ষেই খেলেছি। আমরা যেমন খেলি তেমন খেলাটাই খেলব।’
×