ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিডিও গেমসে রাত্রিকালীন কার্ফু

প্রকাশিত: ০৯:৩০, ৯ নভেম্বর ২০১৯

ভিডিও গেমসে  রাত্রিকালীন  কার্ফু

চীন ভিডিও গেমসের প্রতি শিশুদের আসক্তি কমাতে অনলাইন ভিডিও গেমসের বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে। বিশ্বের সর্ববৃহত্তম গেম কোম্পানি টেনসেন্টসহ চীনে পরিচালিত সব অনলাইন গেম কোম্পানির জন্য এই নিষেধাজ্ঞা থাকবে। সিএনএন। নতুন আইন অনুযায়ী, গেম খেলোয়ারদের বয়স ১৮ বছরের নিচে হলে রাত ১০টার পর থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত অনলাইনে গেম খেলা যাবে না। শিশুরা প্রতিদিন গড়ে ৯০ মিনিট গেম খেলতে পারবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে ও বন্ধের সময় দিন তিন ঘণ্টা পর্যন্ত খেলতে পারবে তারা। নতুন এই আইনটি বলবত হলে শিশুদের টাকা-পয়সাও কম খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। আট থেকে ১৬ বছরের মধ্যে বয়সী খেলোয়াররা মাসে সর্বোচ্চ দুই শ’ ইয়ান বা ২৯ মার্কিন ডলার খরচ করতে পারবে। পাশাপাশি ১৬ থেকে ১৮ বছরের খেলোয়াররা মাসে সর্বোচ্চ চার শ’ ইয়ান বা ৫৭ মার্কিন ডলার ব্যয় করতে পারবে গেম খেলে।
×