ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমন্ত্রণমূলক মহিলা টিটি

প্রকাশিত: ০৭:২৮, ৮ নভেম্বর ২০১৯

আমন্ত্রণমূলক মহিলা টিটি

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ঢাকার ধানমণ্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমন্যাসিয়ামে দুই দিনব্যাপী আমন্ত্রণমূলক মহিলা টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শাহ আলম সরদার (যুগ্ম-সচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি, এমপি। আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভানেত্রী ও টেবিল টেনিস সাব-কমিটির আহবায়ক জোবেরা রহমান লিনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী, সদস্য সচিব শামীমা তারমীন। প্রতিযোগিতায় বাংলাদেশের ১৩ জেলা এবং ১৩ স্কুলের ১১০ খেলোয়াড় একক এবং দলগত ইভেন্টে অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী জেলাসমূহঃ বরিশাল, নারায়ণগঞ্জ, পাবনা, বগুড়া, ঢাকা, লালমনিরহাট, গাইবান্ধা, নড়াইল, যশোর, পটুয়াখালী, মানিকগঞ্জ, ঝিনাইদহ এবং রংপুর জেলা। স্কুলসমূহঃ সানিডেল, বিউটিফুল মাইন্ড, যাত্রাবাড়ী আইডিয়াল, ডিপিএস, লালবাগ মডেল, দক্ষিণ মহিসন্ধি বালিকা, মডেল একাডেমি, দিল্লী পাবলিক সার্ভিস, স্ট্রাইড ইন্টারন্যাশনাল, অক্ষর শিশু ও যশোর শেরে বাংলা বালিকা মাধ্যমিক, পটুয়াখালী বিআরডি আদর্শ মাধ্যমিক, নড়াইল শহর সরকারি প্রাথমিক।
×