ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:০৭, ৯ নভেম্বর ২০১৯

বিসিএস কর্নার

(পূর্ব প্রকাশের পর) ১৫৪. বাতাসের শহর বলা হয়- শিকাগো নিউইয়র্ক লন্ডন ঢাকা সঠিক উত্তর: শিকাগো ১৫৫. ইউরোপের কোন দেশের আকৃতি অনেকটা জুতার মত? ইতালি ভিয়েনা নরওয়ে বেলজিয়াম সঠিক উত্তর: ইতালি ১৫৬. ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত? চীন ইন্দোনেশিয়া যুগোস্লভিয়া মালয়েশিয়া সঠিক উত্তর: ইন্দোনেশিয়া ১৫৭. বাজারের শহর বলা হয় কোন শহরকে? কায়রো দুবাই রাবাত কুয়ালালামপুর সঠিক উত্তর: কায়রো ১৫৮. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশ গ্রীণল্যান্ড মালদ্বীপ কোনটি নয় সঠিক উত্তর: গ্রীণল্যান্ড ১৫৯. কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? নাউরু কেনিয়া কিউবা গায়ানা সঠিক উত্তর: নাউরু ১৬০. পক প্রণালী নিচের কোন দুটির সংযোগ করেছে? ভারত মহা সাগর+জাভা সাগর ভারত মহা সাগর+ আরব সাগর চিনা সাগর+তুঙ্কিং সাগর উত্তর সাগর+বেরিং সাগর সঠিক উত্তর: ভারত মহা সাগর+ আরব সাগর ১৬১. ICT-এর বাংলায় নাম— তথ্যপ্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি সঠিক উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৬২. ICT-এর পূর্ণ নাম সঠিক উত্তর: Information & Communication Technology ১৬৩. দ্বিমুখী যোগাযোগ মাধ্যম টেলিফোন পত্রিকা মাউস স্পিকার সঠিক উত্তর: টেলিফোন ১৬৪. ই-মেইলের পূর্ণনাম ইলেকট্রিক মেইল ইলেকট্রনিক মেইল ইলেকট্রন মেইল ইলেকট্রিসিটি মেইল সঠিক উত্তর: ইলেকট্রনিক মেইল ১৬৫. ব্লগ ইষড়ম) কী? সামাজিক যোগাযোগ ওয়েবসাইট চাকরির ওয়েবসাইট সংবাদ ওয়েবসাইট একধরনের পার্সোন্যাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি ও মতামত প্রদান করা যায় সঠিক উত্তর: একধরনের পার্সোন্যাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি ও মতামত প্রদান করা যায় ১৬৬. ডেটাবেস ব্যবহারে কী করা হয়? তথ্য বিনিময় তথ্য উপস্থাপন তথ্য বিকাশ তথ্য সংরক্ষণ করা হয় সঠিক উত্তর: তথ্য সংরক্ষণ করা হয় ১৬৭. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে? রাউটিং কম্পিউটিং ইন্টারকম কল কনফারেন্সিং সঠিক উত্তর: রাউটিং ১৬৮. কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায় রেডিওতে টেলিভিশনে মোবাইলে ওয়েবসাইটের মাধ্যমে সঠিক উত্তর: ওয়েবসাইটের মাধ্যমে ১৬৯. Cloud:Rain:: Vapour: Moisture Cold Wet Heat সঠিক উত্তর: Moisture ১৭০. মনে করুন আপনি লটারীতে ১০ লক্ষ টাকা জিতলেন। এখন আপনি কী করবেন গাড়ী কিনবেন, রেন্ট এ কারে দেওয়ার জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করবেন সঞ্চয়পত্রে টাকা লাগাবেন আরও টাকা পাওয়ার আশায় পরবর্তী লটারী ড্রয়ের জন্য আশা করে বসে থাকবেন সঠিক উত্তর: সঞ্চয়পত্রে টাকা লাগাবেন ১৭১. Which is dissimilar? Bangladesh India Japan Pakistan সঠিক উত্তর: Japan ১৭২. লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ৩, ১ ৬, ৯, ১২, ১৫ সঠিক উত্তর: ৯ ১৭৩. You should ask the ——— about the train timing Station Master Information Desk Ticket Checker Railway Police সঠিক উত্তর: Information Desk ১৭৪. গ্রানাইডের শহর বলা হয় এথেন্স নিউইয়র্ক এভারডিন জোহানসবার্গ সঠিক উত্তর: এভারডিন
×