ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৪, ৮ নভেম্বর ২০১৯

পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই ॥ বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, এ মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে এলে দাম কমবে। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই।’ ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আজ শুক্রবার সকালে রংপুর নগরীর একটি হোটেলে ইটভাটি মালিকদের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মিশর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা। সেটা এলেও দাম একটু কমতে পারে বলে মনে হয়।’ ভারত থেকে পেঁয়াজ আমদানীর বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানত ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়। সেখানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেখানেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনে আমদানী করতে হবে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত কোনও লাভ হচ্ছে।’ মন্ত্রী বলেন, ‘পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার বদ্ধপরিকর। মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সার্বক্ষনিকভাবে কাজ করছে’
×