ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে জাপানের সাবেক এমপির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০৬:২১, ৮ নভেম্বর ২০১৯

চীনে জাপানের সাবেক এমপির যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক ॥ মাদক পাচারের অভিযোগে জাপানের সাবেক এক রাজনীতিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। ২০১৩ সালে চীনের গুয়াংঝউ প্রদেশের বেইইয়ান বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তাকুমান সাকুরাগির ব্রিফকেসে প্রায় সাড়ে তিন কেজি মেথামফেটামিন পাওয়া যাওয়ায়। যদিও তাকুমান ওই মাদক তার নয় বলে দাবি করেছিলেন। কিন্তু তিনি আদালতে নিজের দাবি প্রমাণে ব্যর্থ হন। শুক্রবার গুয়াংঝউর প্রাদেশিক আদালত মাদক পাচারের অভিযোগে ৭৬ বছরের তাকুমানকে দোষীসাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০১৪ সালে এই মামলার শুনানি শেষ হলেও নানা আইনী জটিলতার কথা বলে বিচারক রায় প্রদাণে দেরি করেন।
×