ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবিতে ব্যঙ্গাত্মক উক্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে দুর্নীতির প্রতিবাদ

প্রকাশিত: ০৫:২১, ৮ নভেম্বর ২০১৯

জাবিতে ব্যঙ্গাত্মক উক্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে দুর্নীতির প্রতিবাদ

জাবি সংবাদদাতা ॥ উপাচার্যের অপসারণ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ শুক্রবারেও চলছে আন্দোলন। সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে শুরু করে আন্দোলনকারীরা। বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় দীর্ঘ কাপড়ের ব্যানারে প্রতিবাদী উক্তি ও চিত্র অঙ্কন করে। চিত্র অঙ্কন শেষে তা ক্যাম্পাসে প্রদর্শন এবং বিক্ষোভ করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, পটচিত্রের মাধ্যমে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করছি আমরা। এসব পটচিত্রে উপাচার্যের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, আন্দোলনকারীদের ওপর হামলাসহ সব অনিয়ম তুলে ধরা হয়েছে। এছাড়া আজ আন্দোলনকারীদের একটি দল ‘দুর্নীতির’ তথ্য উপাত্ত নিয়ে শিক্ষা মন্ত্রালয় ও ইউজিসির কাছে যাবে বলে জানা যায়। এ বিষয়ে আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, শিক্ষান্ত্রণালয় ও ইউজিসির কাছে তথ্য-প্রমাণ জমা দেওয়া হবে। আমাদের কাছে যে প্রমাণগুলো আছে তাতে করে অধ্যাপক ফারজানা ইসলাম আর কোনভাবেই তার পদে থাকতে পারেন না।
×