ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগদাদ অবরুদ্ধ

প্রকাশিত: ১২:০২, ৬ নভেম্বর ২০১৯

বাগদাদ অবরুদ্ধ

কর্মসংস্থান সঙ্কট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারী সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে মানুষের আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে। শনিবারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এক বিক্ষোভকারী নিহত ও ৯১ জন আহত হওয়ার পর আন্দোলনে তীব্রতা বেড়েছে। বিক্ষোভ থামাতে অক্টোবরের শেষ দিকে স্থানীয় প্রশাসন নগরীজুড়ে কার্ফু জারি করে। কিন্তু বিক্ষোভকারীরা ওই কার্ফু ভেঙ্গে সড়কে নেমে আসে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত আড়াইশ’র বেশি মানুষ নিহত হয়েছে। বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুট নগরীতেও একই ধরনের বিক্ষোভ আন্দোলন হচ্ছে। রবিবার আরও দক্ষিণের বহু শহর এবং নগরীতে সরকারী কার্যালয় এবং স্কুল বন্ধ হয়ে গেছে। রবিবার বিক্ষোভকারীরা বাগদাদের প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়ে রাজধানীকে অবরুদ্ধ করে রাখে। এদিন শিক্ষার্থীরা স্কুল-কলেজের সামনের সড়কে বসে পড়ে বিক্ষোভ করেছে। সূত্র: ইন্টারনেট
×